ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে করোনা সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া। শনিবার পৌরসদর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে আসা পথচারী ও কাঁচামাল ব্যবসায়ীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়।
এ সময় তিনি সকলকে সরকারি আইন মেনে প্রয়োজন ছাড়া ঘরে থাকার জন্য অনুরোধ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মমিনুল ইসলাম, কাউন্সিলর বিপ্লব হোসেন, আ. সামাদ খান, জমির আলী, সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা আক্তার রুমা, রিনা পারভীন প্রমুখ।
এছাড়া তিনি পৌরসদরের বিভিন্ন মসজিদের জন্য ইমামদের হাতে করোনা সামগ্রী তুলে দেন। এর আগে গত বুধবার পৌরসভার ওয়াবদা মোড়, চৌরাস্তা, ডাকবাংলো মোড়সহ বিভিন্ন এলাকায় করোনা সামগ্রী বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার