মাগুরার শালিখা উপজেলার উজগ্রামে রবিবার দুপুরে পানিতে পড়ে আরিফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
তালখড়ি ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন জানান, দুপুর দেড়টার দিকে আরিফের মা কাজে ব্যস্ত থাকায় ওই সময় সে হাটতে হাটতে ঘরের পাশে গর্তে পড়ে পড়ে যায়। পরবর্তীতে তাকে না পেয়ে এক পর্যায়ে গর্তের মধ্যে পানিতে ভাসতে দেখা যায়। এ সময় স্থানীয়রা সেখান থেকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গত বছর শিশু আরিফের বাবা বিভিন্ন শারীরিক সমস্যায় মারা যায়। তাদের ২ দুই ছেলের মধ্যে বড় ছেলেটি প্রতিবন্ধী।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ