দেশব্যাপী লকডাউন কার্যকর করতে শ্রমজীবী মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা শাখার উদ্যোগে কাবিলের বাজারে এ মানববন্ধন হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, দারিয়াপুর অঞ্চল সিপিবি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সিপিবি নেতা মুরাদ জামান রব্বানী প্রমুখ।
বক্তরা লকডাউনে শ্রমজীবীদের সহায়তার দাবি জানান। সেইসাথে তারা অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষের ভ্যাকসিনের আওতায় আনার দাবি এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহসহ সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই