গাজীপুরের কালিয়াকৈরে জেলা পুলিশের উদ্যোগে ২৫০ জন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর বাস টার্মিনালে সড়ক পরিবহনের এসব অসহায় শ্রমিকদের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী, কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার ও গাজীপুর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই