খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ'র সাবেক কর্মী সাগর ত্রিপুরা (২৮) নিহত হয়েছেন। সাগরকে পানছড়ির মরাটিলা যাত্রী ছাউনীর সামনে আজ রবিবার সকাল ৯টায় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। নিহত সাগর মরাটিলার কলিন মোহন ত্রিপুরার ছেলে।
পুলিশ জানায়, সাগর ইউপিডিএফ প্রসীত গরুপের হয়ে এলাকায় কাজ করতেন। তার বিরুদ্ধে ওই সংগঠনের পক্ষে চাঁদাবাজি ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ ছিল। কয়েক বছর আগে আঞ্চলিক সংগঠনের কার্যক্রম ছেড়ে সে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
পানছড়ি থানার ওসি দুলাল হোসেন জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির