২৫ জুলাই, ২০২১ ২১:৪০

লকডাউনের মধ্যেও বাংলাবাজার ঘাটে ভিড়

মাদারীপুর প্রতিনিধি

লকডাউনের মধ্যেও বাংলাবাজার ঘাটে ভিড়

বাংলাবাজার ঘাটে যাত্রীদের ভিড়।

দেশজুড়ে ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও বিধিনিষেধ উপেক্ষা করে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও যানবাহন আসছে। এ ঘাট থেকে ফেরিতে আসা যাত্রীরা কেউ পায়ে হেঁটে, কেউ রিকসা নিয়ে নিজ গন্তব্যে রওয়ানা হচ্ছেন।

রবিবার (২৫ জুলাই) সকাল থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিগুলোতে শত শত যাত্রী ও ব্যক্তিগত প্রাইভেটকারের ভিড় দেখা গেছে। তবে বাংলাবাজার ঘাট হতে আসা ঢাকামুখী যাত্রীর চাপ অপেক্ষাকৃত বেশি।

সরেজমিনে দেখা গেছে, বাংলাবাজার থেকে আসা ফেরিগুলোতে যাত্রী ও ছোট বড় যানবাহন রয়েছে চোখে পরার মতো। বর্তমানে ৮টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। বিধিনিষেধ অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট চলাচল সম্পুর্ণ বন্ধ রয়েছে।

লকডাউন বাস্তবায়নে ঘাট এলাকা এবং মাদারীপুরের বিভিন্ন পয়েন্টে পুলিশের নজরদারি, চেকপোস্ট রয়েছে। তা সত্বেও শত শত দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ঘাট হয়ে ঢাকায় প্রবেশ করছেন।

বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্পোরেশনের(বিআইডাব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, নৌরুটে বর্তমানে ৮টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো যাত্রী এবং ছোট যানবাহনের চাপ রয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর