৩ আগস্ট, ২০২১ ২২:০৮

নেত্রকোনায় করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের উদ্যোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের উদ্যোগ

নেত্রকোনায় করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের উদ্যোগ।

নেত্রকোনায় করোনার সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসকের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা সদরের পৌর সভার ৯টি ওয়ার্ডে সংক্রমণ ঠেকাতে মাস্কের আওতায় আনার কার্যক্রম নেওয়া হয়েছে।

মঙ্গলবার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন করোনা প্রতিরোধে সচেতনতা স্থায়ী মঞ্চে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডি এলজি) মো. জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, (রাজস্ব) মো. মনির হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র এস এম মহসীন আলম, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালসহ অনেকেই।

উল্লেখ্য, নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮১ জন। মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত জেলায় শনাক্ত ৩৭০৫ জন। আর মারা গেছেন ৮৮ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর