ফরিদপুরের চরভদ্রাসনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আজ রবিবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমূখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত সেলাই কাজে প্রশিক্ষণ প্রাপ্ত অসহায়, দরিদ্র ও কর্মহীন ছয় নারীকে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির