মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে ডাসার ১৫৫ নং বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার আনসার ব্যাটেলিয়ান জেলা কমান্ড সৈয়দ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ, ডাসার উপজেলার ৯ নং ওর্য়াডের আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবদুল আজিজ, সাবেক মেম্বার শরীফ জাহিদুল ইসলাম, যুবসমাজের সৈয়দ আতাউর রহমান খোকন, ১৫৫ নং সরকারি বেতবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ এনায়েত হোসেন, সমাজ সেবক রফিকুল সরদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন, সহ-সভাপতি পারভেজ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ শাওন, সৈয়দ হেমায়েত হোসেন, সৈয়দ সালমান হোসেন অন্তু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচির উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধশত ফলজ-বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত