টানা দেড় মাস ধরে চলা লকডাউন পরিস্থিতিতে নেত্রকোনায় হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করে যাচ্ছে জেলা প্রশাসন।
প্রায় প্রতিদিন জেলা শহরের বিভিন্ন স্থানসহ উপজেলা পর্যায়ে ইউনিয়ন এবং গ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে প্রশাসন।
এ পর্যন্ত জেলায় কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারী, দিনমজুর-শ্রমজীবী মানুষ, সিএনজি ও অটোচালক, তৃতীয় লিঙ্গের মানুষসহ সকল স্তরের প্রায় সাড়ে ৬ লাখেরও বেশি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে লকডাউনের শেষ দিনেও পৌর শহরের ঐতিহ্যবাহী আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৯ শতাধিক সিএনজি ও হোটেল কর্মচারীর মাঝে চাল, ডাল, তেল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লকডাউন পরিস্থিতিতে এ পর্যন্ত জেলার দশটি উপজেলায় পাঁচ হাজার মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
৫১ হাজার মানুষকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে।
এছাড়াও ভিজিএফ কর্মসূচির আওতায় ৬ লাখ মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণসহ হটলাইনে ফোনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
এর মাঝে ২১/২২ অর্থ বছরের বরাদ্দকৃত ১২ লাখ নগদ টাকা, বিশেষ উপহার ৪ শত মেট্রিক টন চাল ও ভিজিএফ কর্মসূচির ১২শ’ ৮.১৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম