গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। শতাব্দীর মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর সমাধি। রবিবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিউগলে বেজে ওঠে করুন সুর। পরে পবিত্র সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নওয়াব আলী।
শোকাবহ এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোনেম, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, শাহজাহান খান, মাহাবুবু উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, এ্যাড.আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, আনিসুর রহমান, ইকবাল হোসেন অপু এমপি, আব্দুল আওয়াল শামীম এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাবেক সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, আয়নাল হোসেন শেখ, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সোলায়মান বিশ্বাস, বিএম তৌফিক সহ সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রীয় আওয়ামী লীগ, বেজার নির্বাহী পরিচালক শেখ ইউসুফ হারুন, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহযোগি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০ টায় সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে আত্মদানকারী, জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ূ কামনা করা হয়।
বেলা ১১ টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ সমজিদে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শরীক হন।
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া,কোটালীপাড়া মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মসজিদে সমজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ি, লেকপাড় লোকনাথ মন্দিরসহ জেলার সব মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল