মাদক, চুরি, ছিনতাই ও ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডবাসী এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, ইদানিং শহরের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই বেড়েছে। রেলস্টেশনে ট্রেনের টিকিট পাওয়া যায় না। কালোবাজারিরা আগেই টিকিট নিয়ে যাচ্ছে। আর মাদকসেবীর সংখ্যা বেড়েছে। এসব থেকে মুক্তির লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও সামাজিকভাবে প্রতিরোধে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম. শোভন খান, অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক সরকার ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীম।
আরও উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন রুবেল।
বিডি প্রতিদিন/এমআই