বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ সাইন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান।
আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া, আবুল কালাম আজাদ ঠান্ডা, আসাফ উদ দৌলা ডিউক, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান, দৈনিক জনকন্ঠের সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক শফিউল আযম কমল, মহিত উল আলম মিলন, শফিকুল ইসলাম শফিক, মমিন জিলু, বজলুর রশিদ সুইট, এস এম সিরাজ, জাফর আহমেদ মিলন, সংগীত রায় বাপ্পি, ফিরোজ পশারী রানা, সাইফুল ইসলাম, কামরুল হাসান কমল, আল মুমিন, আসাদুল ইসলাম সাবু, মামুনুর রশিদ মামুন, আব্দুল লতিফ ও আল আমিন। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদসহ নেতৃবৃন্দ এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই