গাজীপুরের শ্রীপুরে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করার সময় নিউজ ২৪ টেলিভিশনের সাংবাদিক আল আমিনের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ২ নং আসামি জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন টেংরা রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন রাসেল।
গ্রেফতার জাহিদ (৩০) শ্রীপুর চৌরাস্তা এলাকার আইয়ুব আলীর ছেলে। পলাতক আসামিরা হলেন জাহিদের সহোদর ভাই ফয়সাল (২৫) ও শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকার আইয়ুব আলীর ছেলে সম্রাট (২৭)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মারামারির ঘটনায় আহত আল আমিন বাদী হয়ে মামলা করার পর থেকেই আসামিদের ধরতে পুলিশি অভিযান চলমান ছিল। ২ নং আসামিকে ধরে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৫ জুলাই সন্ধ্যায় শ্রীপুর চৌরাস্তা মাওনা রোডে মারামারি হচ্ছে- এমন খবরে আল আমিন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান। সেখানে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করতে থাকেন। তখন অভিযুক্তরা তাকে বেধরক মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন। একপর্যায়ে তারা ধারালো দা দিয়ে আল আমিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে, তিনি মাটিতে পড়ে যান। পরে উঠে দাঁড়ানোর পর আবারও মাথায় কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে পড়েন। তখন তার মোবাইল ফোন নিয়ে যান অভিযুক্তরা। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার মাথায় ৮টি ও কানে ২০টি সেলাই দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ