গাজীপুরের শ্রীপুরে ২০০৪ সালের ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারটায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। আরোও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মো. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইশ চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোশারফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মো. মাসুদ আলম ভাঙ্গী, শ্রমিকলীগ নেতা আরজু সরকার, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা শেখ সেলিম, পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠান শেষে গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানসহ যে সকল সদস্য শাহাদাৎ বরণ করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল