মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও জেলার অভ্যন্তরীণ ধলেশ্বরী, কালীগঙ্গা, গাজীখালি ও ইছামতী নদীর পানি বাড়ছে। এ কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভাঙন। যমুনা নদীর পানি এখনও বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি ড্রেনের মাধ্যমে প্রবেশ করে নতুনপাড়া গ্রামের শতাধিক বাড়ির আঙিনা তলিয়ে গেছে।
চলাচলের সড়কেও উঠেছে পানি। এসব অভ্যন্তরীন রাস্তায় ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। কিন্তু নৌকা চলার উপযোগী পানি না হওয়ায় লোকজন পড়েছে বিপাকে।
এদিকে আরিচা ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ঘাট রক্ষায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে তা রক্ষা করার চেষ্টা চলছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বাড়েনি। তবে, অভ্যন্তরিন নদীতে পানি বাড়ছে। ফলে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপশি নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। গুরুত্বপূণ এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করা হচ্ছে। স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।’
বিডি প্রতিদিন/হিমেল