ভাঙ্গায় দুই সন্তানের জননী মিথিলা আক্তারের (২৬) লাশ সকালে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরপাল্লা গ্রামের পিতার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূর ৬ বছরের একটি পুত্র ও আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, চরপাল্লা গ্রামের কৃষক মোতালেব মাতুব্বরের কন্যা মিথিলা আক্তারের লাশ গত রবিবার দিবাগত শেষ রাতে বাড়ির পাশে একটি সফেদা গাছের ডালে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। সোমবার সকালে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ৮ বছর পূর্বে মিথিলার সঙ্গে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আর্দীপাড়া কানাই নগর গ্রামের রব শেখের ছেলে শাকিল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
মিথিলার বাবা মোতালেব মাতুব্বর জানান, গত রবিবার স্বামীর বাড়ির লোকজন দুই সন্তানকে রেখে মিথিলাকে বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে মিথিলা বাবার বাড়ি চলে আসে। রবিবার রাতে ফোনে স্বামীর সাথে ঝগড়া হয়। শেষ রাতে তাকে ঘরে না পেয়ে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় দেখেতে পাই।
নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকি জানান, শ্বশুরবাড়ির নির্যাতনেই মিথিলা আত্মহত্যা করেছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার