খুলনার বটিয়াঘাটায় সেপটিক ট্যাংকের মধ্য থেকে গোলাম রসুল (২০) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তিনি জলমা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে। ২০ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন তিনি। লাশ উদ্ধারের পর এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। গোলাম রসুল ওই যুবকদের সঙ্গে ঘোরাফেরা করতেন। মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন