নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আউশের বাম্পার ফলন হয়েছে। ধানের পাশাপাশি খড়ের মূল্য বেশি পাওয়ায় লাভবান হচ্ছে কৃষকেরা। ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি, নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর, পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা পাকার মাথা, ছকির হাটসহ বেশ কয়েকটি গ্রামে আউশ ধান কাঁটা শুরু হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এবার কিশোরগঞ্জ উপজেলায় ৭৫০ একর জমিতে আউশের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ২৮৫ একর এবং উপসি জাতের ধান চাষ হয়েছে ৪৬৫ একর জমিতে।
কয়েক বছরের তুলনায় এ উপজেলায় আউশ ধানের চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঠ দিবস, উঠান বৈঠক, প্রশিক্ষণসহ বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন