ময়মনসিংহের গৌরীপুরে টিকা কেন্দ্রে মাহাবুবুল আলম হিমেল(৩৫) নামের এক স্বাস্থ্য সহকারীকে মারধরের ঘটেছে। এ সময় অভিযুক্ত মজিবুর রহমানকেও (৩৩) পাল্টা জবাব দিতে গিয়ে আহত করে ওই স্বাস্থ্য কর্মী। পরে তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত স্বাস্থ্য সহকারি উপজেলার ৯ নং ভাংনামারী ইউনিয়নে কর্মরত আছেন।
তিনি জানান, দুপুরের দিকে স্থানীয় পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চুর ভাই মজিবুর রহমান তার চাচীকে টিকে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে স্বাস্থ্য সহকারী হিমেলকে টিকা দিতে বলে মজিবর। কিন্তু টিকা কেন্দ্রে মহিলা বুথ আলাদা থাকায় হিমেল তাকে মহিলা কেন্দ্রে যাবার পরামর্শ দেন। এমন পরামর্শে মজিবর রহমান স্বাস্থ্য সহকারী হিমেলের উপর ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি মারতে থাকে। এতে হিমেলের নাক ফেটে রক্ত বের হতে থাকলে পাল্টা প্রতিরোধ গড়েন সে। এতে মজিবর রহমানেরও গাল ফেঁটে যায়।
গৌরীপুর থানার ওসি আ. হালিম সিদ্দিকী জানান, টিকা পুশ করা দুইজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি।
বিডি প্রতিদিন/আল আমীন