কুড়িগ্রামে নানা আয়োজনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, সহ-সভাপতি চাষী এমএ করিম, সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন দলীয় নেতাকর্মীরা। শেষে সকল নেতাকর্মীর অংশগ্রহণে একটি আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এমআই