টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার উদযাপন উপলক্ষে ১৩১টি মন্ডপে মানবিক কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির