লক্ষ্মীপুরের রায়পুরে ৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে ওই শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে, ভিকটিম ছাত্র শাহাদাত হোসেনের মা সাহেদা বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, গত বুধবার উপজেলার হামছাদী কাজীরদীঘিরপাড় আলিম মাদ্রাসায় ক্লাস চলার সময় ছয় শিক্ষার্থীর চুল কেটে দেন শিক্ষক মঞ্জুরুল কবির। এ ঘটনায় ছাত্র ও অভিভাকরা খুবই ক্ষুব্ধ হন। ঘটনার একটি ভিডিও গতকাল শুক্রবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে দেখা যায় শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে চুল কেটে দিচ্ছেন ওই শিক্ষক।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত