পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল শনিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এমপি।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সংলাপে বক্তব্য রাখেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
এছাড়াও বক্তব্য রাখেন বৌদ্ধধর্ম কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি নিউ নিউ খেইন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা রাঁধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শিশীর কুমার মহারাজ প্রমুখ।
সংলাপে অংশগ্রহণ করেন স্থানীয় মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদ্যসরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির