‘বুদ্ধির খেলা দাবা শিখি-মানসিক স্বাস্থ্য ভালো রাখি’শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে মুজিব শতবর্ষ প্রিমিয়ার দাবালীগ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে পুলিশ লাইনের শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিল সেটে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার হাসিবুল আলম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম সিদ্দিকী সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও দাবা উপ-কমিটি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আলতাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা গাজী ফজলুল মতিন মুক্তা, সদর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ও দাবা উপ-কমিটির সদস্য সচিব মির্জা মোস্তফা জামানসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, খেলাধুলায় শরীর ও মন-মানসিকতা সুস্থ ও ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে। ছোট ছোট এসব টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় মানের খেলোয়াড় তৈরী হয়। ৯দিন ব্যাপী দাবালীগে ৪০টি দল অংশগ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন