ময়মনসিংহের ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অটো-সিএনজি থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই ঘোষণা দেওয়া হয়। জানা যায়, শ্রমিক কল্যাণ ফান্ডের নামে চাঁদা উঠানো হলেও ওই ফান্ডে কত টাকা আছে এর কোন হিসাব দিতে পারেননি পরিবহণ শ্রমিক নেতারা।
এ ব্যাপারে পৌরসভার মেয়রের পক্ষ থেকে আগেই মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে, পৌরসভার নামে কেহ কোন অটো-সিএনজির নিকট থেকে চাঁদা উঠাবেন না। কেহ চাঁদা চাইলেও দিবেন না। সভায় এছাড়াও যানজট নিরসন ও সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ায় তা বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যানজট নিরসনের লক্ষ্যে অটো-সিএনজির দুটি স্ট্যান্ড করা হবে বলেও জানা যায়। শেরপুরের দিক থেকে যেসব অটো-সিএনজি আসবে তাদের জন্যে মেন্দি মিয়ার বাড়ির পাশে ও হালুয়াঘাট থেকে যেসব অটো-সিএনজি আসবে তাদের জন্যে উপজেলা পরিষদ ভবনের উত্তরে কোর্ট বিল্ডিংয়ের পাশে স্ট্যান্ড করা হবে।
এসব বিষয় মনিটরিং করার জন্যে ফুলপুর পৌরসভার মেয়র শশধর সেনকে প্রধান ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র শশধর সেন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ওসি আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, এটিএম রবিউল করিম, পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম সিরাজুল হক, অটো-সিএনজি, বেবি ট্যাক্সি ও ট্যাক্সি কার সমিতি ময়মন-১৫ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন