সোমবার সকালে বগুড়ার কাহালুর দূর্গাপুর মামদুদুর রহমান চৌধুরী হাফেজিয়া মাদ্রাসা মাঠে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুর রশিদ মন্ডল।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ উজ্জল এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদুল হক টৌধুরী হিরু, কে এম খায়রুল বাশার, তাহাউদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কাজী আব্দুর রশিদ, সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সাবেক আহবায়ক হুমায়ন কবির খোকা, আনিছার রহমান আনিছ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌস আলম, বিএনপি নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন আজাদ, ফরিদ উদ্দিন ফকির, প্রভাষক হাফিজার রহমান বাবু, আলহাজ্ব আব্দুল করিম, আব্দুল মান্নান, কোরবান আলী, মকবুল হোসেন, মুনসুর রহমান, আলহাজ্ব সৈয়দ খিজির হায়াত মুসা, আব্দুল ওয়াহেদ, মাকছুদুর রহমান মুঞ্জু, মোহাম্মাদ আলী ভূইয়া, আব্দুস সালাম, সাইফুল ইসলাম সাঈফ, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান, পৌর যুবদলের আহবায়ক পারভেজ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন প্রমূখ।
দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আব্দুর রশিদ মন্ডলকে সভাপতি, আব্দুর রশিদ উজ্জলকে সাধারণ সম্পাদক ও জাহিরুল ইসলাম খান সাদ্দামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট দুর্গাপুর ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন