মাদারীপুরে পানিতে ডুবে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মধ্যে হাউসদী এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাস আবির হোসেন। সে মধ্য হাউসদী এলাকার ইমান আকনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে আবির তার মাকে জানিয়ে প্রতিবেশি বন্ধুদের নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে পাড়ে খেলতে যায়। খেলা শেষে সবাই চলে গেলে আবির ওই পুকুর পাড়ে হাত পা ধুতে নেমে পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে আবির ঘরে ফিরে না এলে স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করে। পরে সন্দেহবশত পুকুরে নেমে আবিরকে খুঁজতে থাকে। একপর্যায়রদ দুপুর ৩টার দিকে পানির তলদেশ থেকে আবিরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি আমরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম