যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হাইস্কুল মাঠে সোমবার বিকালে এটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন। তিনি বিদ্রোহীদের প্রচারণা বন্ধ করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোয়ারব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই