বাংলাদেশ প্রতিদিনে আজ (১১ অক্টোবর) প্রকাশিত 'পুকুরে হেলে পড়া মসজিদেই নামাজ পড়ছে মুসল্লীরা' শীর্ষক সংবাদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক এমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে।
সংবাদটি দেখার পর সোমবার বিকেলে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক মাওলানা রুহুল আমিন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে মসজিদ নির্মাণে ৫০ হাজার টাকা নগদ অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শফিউল আযম স্বপন, ডিবিসির নাটোর প্রতিনিধি পরিতোষ অধিকারী, গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম, মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক মাওলানা রুহুল আমিন বলেন, আইসিটি প্রতিমন্ত্রী মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতার অংশ হিসেবে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন এবং পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন