জয়পুরহাটে বিতর্কিত আওয়ামী লীগ নেতার স্ত্রীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের বিরুদ্ধে অস্ত্র চোরাকারবারি হিসাবে একাধিক দৈনিক পত্রিকায় খবর প্রকাশ হয়েছিল। তার স্ত্রী কামরুন নাহার শিমুল জয়পুরহাট পল্লীবিদ্ৎু অফিসের সহকারি। তাকে দেওয়া হয়েছে রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যানের দলীয় মনোনয়ন। এতে জেলাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ হতাশ হয়েছেন। আগামী ১১ নভেম্বর ইউনিয়নটির নির্বাচন হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ২০১৬ সালে রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আহসান কবির এপ্লব চলতি বছরের ১১ ই মার্চ আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি।
দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন বর্তমান রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরি অবসরের সহধর্মিনী কামরুন নাহার শিমুল।
গত ৮ অক্টোবর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরি অবসরের সহধর্মিনী কামরুন নাহার শিমুল। তিনি মনোনয়ন পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরি অবসরের সহধর্মিনী কামরুন নাহার শিমুল আওয়ামী লীগের সদস্য না হয়েও মনোনয়ন পেলেন। একজন বির্তকিত নেতার স্ত্রী। গোলাম মাহফুজ চৌধুরি অবসরের বিরুদ্ধে অস্ত্র ব্যবসা অভিযোগসহ দুদকের একাধিক মামলা রয়েছে।
রুকিন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান বলেন, কামরুন নাহার শিমুল জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারি ক্যাশিয়ার পদে ২৬ বছর চাকরি করেছেন। এলাকার মানুষের পাশে যিনি ছিলেন না, তিনি মনোনয়ন পাওয়ায় আমাদের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমরা এমন একজনকে চেয়েছিলাম যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন।
রুকিন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজারুল আনোয়ার লিটন বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরি অবসরের বিরুদ্ধে দেশের অনেক জাতীয় দৈনিক পত্রিকায় অস্ত্র ব্যবসা নিয়ে নিউজ এসেছিল। আর সেই নেতার স্ত্রীকে মনোনয়ন দেওয়ায় আমরা খুব মর্মাহত।
বর্তমান রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সম্মানীর টাকা গরীব দুস্থ মানুষের মাঝে দিয়েছি। গ্রামের সড়কসহ গুলো ছাড়াও এলাকায় বিভিন্ন উন্নয়ন করেছি। মনোনয়ন না পেলেও সাধারণ মানুষের পাশে আগেও ছিলাম এবং বর্তমান আছি এবং থাকবো।
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী বলেন, দল যাকে ভালো মনে করবেন তাকেই দিবেন। কিন্তু যে চেয়ারম্যান তার সম্মানীর টাকা দুস্থ গরীব মানুষের মাঝে বিতরণ করেন। এলাকাবাসীর কাছে জনপ্রিয় তিনি আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব। তিনি মনোনয়ন না পাওয়ায় আমরা অনেক কষ্ট পেয়েছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন