চাঁদপুরের হাইমচর উপজেলায় অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আওতায় ৭ দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সোমবার হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।
এ সময় তিনি বলেন, জেলেদের নামের তালিকা হালনাগাদ ও সঠিক তালিকা করতে পারলে জেলেদের সঠিক সুবিধা দিতে পারবেন। আমরা চাই না কোনো জেলে কারাগারে যাক। জেলেদের কষ্ট আমাদের মনে কষ্ট দেয়। সরকার জেলেদের কষ্ট দিতে চায় না। আমরা চাঁদপুরে জেলেদের কারাগারে দিতে চাই না। আপনারা নিয়ম মানলে, আপনাদের পাশে আছি। প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আজহার উদ্দিন চৌধুরী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর প্রেস ক্লাব সভাপতি খুরশিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আরফিনসহ প্রশিক্ষণার্থীরা।
বিডি প্রতিদিন/আল আমীন