মুন্সীগঞ্জে ৭৪০ ক্যান বিয়ারসহ ৪২ চলমান ও নিষ্পত্তি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এ আলামত ধ্বংস করা হয়। আলামত ধ্বংস কমিটির সভাপতি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরফাতুল রাকিবের উপস্থিতিতে আলামত ধ্বংসের সময় আরও উপস্থিত ছিলেন চলমান মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম,এস আই নুরুল হুদা, এস আই রবিউল।
ধ্বংসকৃত আলামতের মধ্যে ৭ শত ৪০ ক্যান বিয়ার, ১শত ৯০ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা, সাড়ে ৪৯ লিটার চোলাই মদ, ২০ পুরিয়া হেরোইন ধ্বংস করা হয়। ধ্বংসকৃত আলামত মুন্সীগঞ্জের নৌপুলিশ ডিবি পুলিশ ও থানা পুলিশের অভিযানে এসব আলামত উদ্ধার করেছে বলে জানান কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএম