মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার গান্ধিছড়া চা বাগানে উদ্দীপ্ত তারুণ্যের আয়োজনে শিশুদের মাঝে এসব নতুন কাপড় বিতরণ করা হয়। শিশুদের হাতে কাপড় তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ডা. খালেদা ইয়াসমিন অনি, স্থানীয় ইউপি সদস্য মানিক তংলা, ব্রেকিং দ্যা সাইলেন্স এর প্রজেক্ট অফিসার প্রভাস নায়েক, উদ্দীপ্ত তারুণ্যের সমন্বয়ক সনেট দেব চৌধুরী, মুখপাত্র শিমুল তরফদার, সদস্য এমরান উদ্দীন, মো. নুরুজ্জামান, টিটু চন্দ্র সাহা, নয়ন নায়েক প্রমুখ।