বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন, পূজায় মানুষ নতুন জামা, নতুন শাড়ি পড়তে চায়। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সবার উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।
সোমবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে বঙ্গবন্ধু স্কয়ারে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ন কানু।
বিডি প্রতিদিন/এএম