সোমবার বেলা এগারোটায় পটুয়াখালীর কলাপাড়ায় ১৬ টি পূজা মণ্ডপে শুরু হয় মহাষষ্ঠী। ধুপের ধোঁয়া, ঢাক ঢোল, শাঁখ, উলুধ্বনী আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। এসময় অশুভ শক্তির বিনাশে মঙ্গলময়ী দেবীর জাগরনে সুর প্রার্থনা করেন ভক্তরা। তবে দেবী দুর্গার আগমনে করোনাসহ সকল অশুভ শক্তি দূর হবে এমন প্রত্যাশা সনাতনীদের। প্রতিটি মন্ডবেই রয়েছে পুলিশের বাড়তি নজরদারি চোখে পড়ারমত ।
বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, ঢাকের বাদ্যে মেতে উঠেছে হাজারো সনাতন ধর্মালম্বীরা। দেবী দুর্গাকে বরন করতে কিছু কিছু মণ্ডপ আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এ উৎসবকে ঘিরে নতুন পোশাকে সেজেছে হিন্দু ধর্মালম্বী শিশু কিশোররা। মোট কথা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তবে অধিকাংশ মন্দির থেকে এক কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে আলোকসজ্জা।
চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেন, এ উৎসব হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব। শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর আামন্ত্রন ও অধিবাস।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটা পূজা মন্ডপে পুলিশ মোতায়ন করা হয়েছে। এছাড়াও বাড়তি নিরাপত্তায় রয়েছে পুলিশের নজরদারি।
বিডি প্রতিদিন/আল আমীন