কুমিল্লায় সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। নিজেকে দুর্নীতিমুক্ত থেকে সেবা প্রত্যাশীদের সেবা প্রদানের কাজ চালিয়ে যেতে হবে। দুর্নীতিমুক্ত ঘোষণা করে নিজেকে গুটিয়ে রাখলে সেবা প্রত্যাশীরা তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হবেন এবং সুশাসন প্রতিষ্ঠা হবে না।
কুমিল্লার জলাবদ্ধতা ও যানজট সমস্যার বিষয়ে তিনি বলেন, যে কোন সমস্যা সমাধানে আলোচনা করলে একটি সুন্দর পরিকল্পনা তৈরি হয় কাজ করার জন্য। আগামীতে যাতে নগর উন্নয়নে কুমিল্লায় সিটি কর্পোরেশন পরিকল্পিত উন্নয়নমূলক কাজ করার নির্দেশ প্রদান করেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান, কুমিল্লা মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাছের চৌধুরী, কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল হক সেলিম, কুমিল্লার ইতিহাস গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, অধ্যক্ষ শান্তিরঞ্জন ভৌমিক, অধ্যাপক হাসান ইমামান মজুমদার ফটিক, নারী নেত্রী দিলনাশি মহসিন, সনাক কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, সনাক কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মো. আলমগীর খান, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল।
এরপর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় দেশ সেরা হওয়া কুমিল্লা নবাব ফয়েজুনেচ্ছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রীকে সংবর্ধনা প্রদান করেন। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান কুমিল্লা নবাব ফয়েজুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এএম