২০ অক্টোবর, ২০২১ ১৩:০৯

“ভোটের আগেই ভোট”

রফিকুল ইসলাম রনি ও আতাউর রহমান সনেট, বাঞ্ছারামপুর থেকেঃ

“ভোটের আগেই ভোট”

বাঞ্ছারামপুরের ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ম হলরুম ভর্তি কাউন্সিলর। বাহিরে উৎসবের আমেজ। বাইরে চলছে ভোট প্রার্থনা। এ ভোট নির্বাচন কমিশন ঘোষিত কোন ভোট নয়। আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত করতে চলছে “ভোটের আগেই ভোট”। নৌকা মনোনয়ন প্রত্যাশীরাও কাউন্সিলারদের কাছে বিনয়ের সাথে ভোট প্রার্থনা করছেন। এ এক ভিন্ন আমেজ। 

উপজেলার পাহাড়ীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করতে এ আয়োজন করা হয়েছে। ভোটগ্রহণের জন্য অন্য ইউনিয়ন থেকে আনা হয়েছে প্রিজাইডিং অফিসার। আছে প্রার্থীদের এজেন্ট। স্বচ্ছ বাক্সে  ব্যালেটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রার্থীদের ছবিযুক্ত তালিকাও করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের ভোটারদেরও তালিকা করা হয়েছে ছবিযুক্ত। আইন শৃঙ্খলা বজায় রাখতে র্যাব-পুলিশ মোতায়েনও করা হয়েছে। লাইনে দাঁড়িয়ে ভোটারগণ আগামী দিনে কে হবেন নৌকার চেয়ারম্যান তা বাছাই করছেন। আজ সকাল সাড়ে দশটায় এ ব্যতিক্রম ভোটের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। প্রার্থী বাছাইয়ের জন্য তিন দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ভোটের আগেই ভোট এই প্রক্রিয়ার মাধ্যমে তিনজন প্রার্থীর নাম পাঠানো হবে কেন্দ্রে। তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন ও গণতান্ত্রিক চর্চা পৌছে দিতেই এ আয়োজন। আজ বুধবার উপজেলার তিনটি ইউনিয়েনর প্রার্থী চুড়ান্ত করা হবে। এগুলো হলো পাহাড়ীকান্দি, বাঞ্ছারামপুর সদর ও দরিকান্দি। ভোটগ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করে 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নে নতুন মডেল সৃষ্টি করতেই স্থানীয় এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সাহেব ব্যক্তিক্রম এ পদ্ধতি বেছে নিয়েছেন। এতে তৃণমূল নেতাকর্মী তাদের মতামত দিয়ে আগামী দিনের নৌকার কান্ডারি মনোনীত করবেন। 

উদ্বোধনী ভাষণে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেন, তৃণমূলে গণতন্ত্র সুসংগঠিত করতে এই পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল সেটাই প্রমাণ। শুধু ইউনিয়ন পরিষদই নয়, পর্যায়ক্রমে সব নির্বাচনে এমন পদ্ধতি প্রয়োগ করা হবে। তৃণমূল নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। আজকে আমি এমপি আপনাদের কারনেই। আজকে যারা ডায়াসে বসে আছেন তাদের এখানে বসার ব্যবস্থা করে দিয়েছেন আপনারা। কাজেই নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। 

ভোটের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মনে রাখবেন, এই ফলাফলই মনোনয়নের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নয়। চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা। বিভিন্ন জরিপের ভিত্তিতে তিনি প্রার্থী চুড়ান্ত করবেন। তবে আমাদের নেত্রী তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন। 

তিনি বলেন, যারা বিজয়ী হবেন তারা অতি উৎসাহি হয়ে অন্যদের সম্মানের প্রতি আঘাত করবেন না। আর যারা জিততে পারবেন না, তারা এ ফলাফল মানবেন না, বিশৃঙ্খলা করবেন সেটাও মেনে হবে না। যারা নৈরাজ্য করবেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর হবো। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভাইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম তুষার, পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া প্রমুখ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর