শিরোনাম
২১ অক্টোবর, ২০২১ ২০:০৩

হাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার পর এবার সশরীরে ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলে উঠার পর এবার ক্লাস শুরু হয়োয় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

বৃহস্পতিবার থেকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সশরীরে ক্লাস শুরু হয়েছে। 

ক্লাস শুরুর আগে গত ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে এবং কমপক্ষে এক ডোজ টিকা নেয়া তৃতীয়, চতুর্থ লেভেল ও মাস্টার্স এ অধ্যয়নরত আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। 

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বিভিন্ন হল এর এসব কার্যক্রম সশরীরে পরিদর্শন করেছেন। এছাড়াও ১৮ অক্টোবর থেকে দিনাজপুর সিভিল সার্জন অফিসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকাদান কার্যক্রমও শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রেশন সাপেক্ষে শিক্ষার্থীরা সেখানে প্রথম ডোজ টিকা নিতে পারছেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর