২৬ অক্টোবর, ২০২১ ১৯:৩০

শ্রীমঙ্গলে আহত সেই চা শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে আহত সেই চা শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুপিয়ে জখম করা চা শ্রমিক নীলকণ্ঠ নায়েক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চা বাগানের হাসপাতালে মারা যান তিনি। 

নিহত নীলকণ্ঠ খাইছড়া চা বাগানের মৃত নারায়ন নায়েকের ছেলে। এ ঘটনায় পুলিশ একই বাগানের কান্দ্রু নায়েকের ছেলে বিষু নয়েককে গ্রেফতার করেছে।

পুলিশ জানান, পারিবারিক ঘটনার জের ধরে গত ১৪ অক্টোবর নীলকণ্ঠ নায়েকের সাথে বিষু নায়েকের মারামারি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিষু দা দিয়ে নীলকন্ঠের পা ও হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে নীলকণ্ঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পূজার জন্য নীলকন্ঠ সিলেট থেকে বাড়িতে এসে চা বাগান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

ওসি মো. শামীম অর রশিদ তালুকদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামিকে গ্রেফতার করে আদলতের মধ্যামে জেল হাজতে পাঠিয়েছি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর