২৬ অক্টোবর, ২০২১ ২০:০৬

লক্ষ্মীপুরে ৪ ইউনিয়নে ১২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ৪ ইউনিয়নে ১২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নিজ নিজ রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এদিকে কমলনগরের চরলরেন্স ইউপিতে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী সোলায়মান চৌধুরী তার মনোননয়ন প্রত্যাহার করে নেওয়ায় ওই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিন মাস্টার বিনা প্রতিদ্ধন্ধিতায়  চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া একই উপজেলার চর কাদিরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সফিক উল্লাহ, জয়নাল আবদীন, চর মার্টিন ইউপিতে ডা. আলী আহমদ নুর নবী, নুর হোসেন. মো. ইব্রাহীম, আব্বাস উদ্দিন এবং রামগতির চরগাজী ইউপিতে সোলায়মান, সাইফুল আলম, আবুল কালাম, সোহেল আহমদ মনোনয়ন প্রত্যাহার করেন। 

বর্তমানে জর কাদিরা, চর মার্টিন, চরগাজী ইউপিতে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন। এদিকে চরলরেন্স ইউপির ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিনা প্রতিদন্দ্বিতায় আবু ছিদ্দিক নির্বাচিত হন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে মহিলা ও সাধারণ সদস্য পদে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর