বিয়ে করতে ব্যর্থ হয়ে ধর্ষণ করার অভিযোগে হুমায়ুন কবির হিমুর (৩২) বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে এক কিশোরীর বাবা। হিমু বরিশাল জেলার কাজিরহাট ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের মোতালেব মাস্টারের ছেলে। ওই ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান গতকাল বুধবার মামলাটি গ্রহণ করেন।
জানা যায়, বাবা-মা বিয়ের প্রস্তাবে রাজি না হলে হিমু ৩১ সেপ্টেম্বর সন্ধ্যায় ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হিমু পালিয়ে যায়।
কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে হিমু বিয়ে করার জন্য দীর্ঘদিন যাবৎ প্রস্তাব দিতে থাকে। আমরা হিমুর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি। আমাদের অবর্তমানে মেয়েকে একা পেয়ে খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় হিমু।
বিডি প্রতিদিন / অন্তরা কবির