বগুড়ার আদমদীঘি উপজেলার ইন্দইল এলাকা থেকে মোহাম্মদ হীরা (২২) নামের এক ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হীরা উপজেলার সান্তাহার পৌর শহরের নামা পোঁওতা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের নামা পোঁওতা গ্রামের খলিলুর রহমানের ছেলে হীরা পেশায় একজন ট্রাক হেলপার। প্রতিদিনের ন্যায় গত তিন দিন আগে তিনি ট্রাকে মালামাল নিয়ে ঢাকা যান। ফেরার পথে জয় নামের অন্য এক ট্রাকের হেলপার তাদের সঙ্গী হন। বুধবার রাতে তারা ফিরে এসে ট্রাকটি সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় ইন্দইলে আশা ফিলিং স্টেশনে রেখে দেয়।
এরপর সান্তাহার পৌর শহরে এসে রাতের খাবার খেয়ে গাড়িটির কাছে ফিরে যেতে তাদের দু’জনকে ট্রাক ড্রাইভার সুমন একটি ভ্যানে তুলে দেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে টহলরত পুলিশ ইন্দইল এলাকায় পাকা সড়কের ওপর ট্রাক হেলপার হীরার নিথর মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পুলিশ হীরার মাথা ও পা থেঁতলে যাওয়া মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, এঘটনায় নিহতের বাবা খলিলুর বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় একটি দুর্ঘটনার মামলা দায়ের করেছেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজন্য ময়নাতদন্ত করতে লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর