ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন ইউনিয়নে সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধকল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বেগমগঞ্জ মডেল থানার উদ্যেগে বৃহস্পতিবার দুপুরে একলাশপুর ইউনিয়নের একলাশপুর বাজার মাদ্রাসার হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশগ্রহণ করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল আকরামুল হাসান, এই সময় নৌকার চেয়ারম্যান প্রার্থী, স্বতন্ত্রপ্রার্থী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্রপ্রার্থীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ