সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও নিয়োগ পরীক্ষার্থীরা আজ শুক্রবার সকালে বিক্ষোভ করেছেন। পরিবহন সংকটে আটকে পড়ায় বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে পরীক্ষার্থীরা সকাল থেকেই বিপাকে পড়েন। এতে মহাসড়কে ব্যক্তিগত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে যানবাহন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, ভোরবেলায় ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করেন তারা। একপর্যায়ে ক্ষোভে মহাসড়ক অবরোধ শুরু করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, পরিবহন বন্ধের ডাকে আটকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা। শিক্ষার্থীদের বিভিন্ন বাসে তুলে দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির