গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়নের পরিষদের ৭টি ও পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র বৃহস্পতিবার বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে একশ জনের নামের তালিকা দিতে না পারায় মেয়র প্রার্থী গোলাম মোস্তফা ও পৌরসভার ৯ নং ওয়ার্ডে জাকির হোসেন ও লুৎফর রহমান আয়কর রিটার্ন না দেওয়ায় ও ১ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমকে ঋণখেলাপির কারণে বাতিল করেন।
ঋণখেলাপি কারণে ইউনিয়ন পরিষদের চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী মাসুদ পারভেজ ও ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোজাম্মেল হক ও ৬ নং ওয়ার্ডের সাইফুল ইসলামকে বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ