গাজীপুরের কালিয়াকৈরে বিশ্বাস পাড়া এলাকায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বিশ্বাস পাড়া এলাকার আজিজুর রহমান সিদ্দিকীর ছেলে ফিরোজ আল মামুন (৩৯) ও একই উপজেলার পূর্ব চান্দরা নামাপাড়া এলাকায় মৃত ধনু খানের ছেলে জাবেদ খান (৩৮)।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ আল মামুন ও জাবেদ খান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই ৬০০ গ্রাম হিরোইনের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানা তদন্ত ওসি আবুল বাশার জানান, ওই দুই মাদক ব্যবসায়ীকে আজ শুক্রবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির