ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে জেলার অভ্যন্তরে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অঘোষিত এ বাস ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শফিক মিয়া নামে এক যাত্রী জানান, ঢাকায় ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া ছিল। পৈরতলা বাস কাউন্টারে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এর ফলে ঢাকায় যেতে পারেননি বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খোকন বলেন, ফেডারেশনের সিদ্ধান্তে ট্রাক চলাচল বন্ধ রাখা হয়েছে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ জানান, ব্রাহ্মণবাড়িয়া মালিক সমিতির অধীনে লোকাল বাসগুলো জেলার অভ্যন্তরে চলাচল করছে। তবে আন্তঃজেলা বাসগুলোর চলাচল বন্ধ রাখা রয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির