ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামে সুমি অধিকারী (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সুমি ৭ বছরের পুত্র সন্তানের জননী।
মাগুরা জেলার শালিকা থানার আড়পাড়া গ্রামের ডা. মোহন অধিকারীর মেয়ে সুমি অধিকারীর সাথে ৯ বছর আগে বিয়ে হয় গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের রনি অধিকারীর।
থানা সূত্রে জানা যায়, সুমি আজ শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার এসআই মামুন অর রশিদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির