ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে আদিবা ইসলাম (২) ও আরিফা ইসলাম (২) নামে জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আদিবা ও আরিফা উত্তরপাড়ার আলী হোসেনের কন্যা।
মৃতের স্বজন ও পুলিশ জানায়, রবিবার সকালে বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে শিশু দুটি বাড়ের পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালশহুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জনপ্রতিনিধির মাধ্যমে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম